৫ অক্টোবরযুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে প্রকাশিত তথ্যে জানা গেছে , মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ ৪ অক্টোবর আল এরাবিয়া টি ভি কেন্দ্রের সাংবাদিককে দেয়া একটি সাক্ষাত্কারে ইরাককে বিভক্ত করার বিরোধীতা করেন এবং ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন ।
ইরাককে বিভক্ত করা ইরাকীদের পক্ষে একটি নেতিবাচক খবর কিনা? --সাংবাদিকের এ প্রশ্নে প্রেসিডেন্ট বুশ ইতিবাচক উত্তর দিয়ে বলেন , যুক্তরাষ্ট্রের পররবর্তী প্রেসিডেন্টও একই মনোভাব পোষণ করবেন । প্রেসিডেন্ট বুশ ইরাকের প্রধানমন্ত্রী মালিকির প্রতি তার সমর্থন পুনরায় ব্যক্ত করে বলেন , এটা যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান ।
২৬ সেপ্টেম্বর মার্কিন সিনেটে গৃহিত একটি প্রস্তাবে ইরাককে জাতি ও ধর্মীয় সম্প্রদায় অনুসারে শিয়া , সুনি ও কুর্ড তিনটি ভাগ বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে । প্রস্তাবেরাজধানী বাগদাদের ফেডারেল সরকারের হাতে শুধু তেলের আয় নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তা রক্ষার দায়িত্ব আছে ।
প্রধানমন্ত্রী মালিকি সাংবাদিককে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , মার্কিন সিনেটে ইরাককে বিভক্ত করার প্রস্তাব গ্রহণ করা উচিত নয় । এ সিদ্ধান্ত ইরাক তথা গোটা মধ্য প্রাচ্য অঞ্চলের জন্য দুর্যোগের সামিল । মধ্য প্রাচ্যের অন্যান্য দেশও এ প্রস্তাবের তীব্র বিরোধীতা করেছে ।
|