ইউরোপ ও ইউরেশিয়া বিষয়ক ব্যুরোর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল ফ্রিড ৫ অক্টোবর বলেছেন, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ন্যাটোর সঙ্গে সহযোগিতা করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক ব্রিফিং-এ তিনি বলেন, রাশিয়া ও ন্যাটোর সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন বিভিন্ন পক্ষের নিরাপত্তা রক্ষার জন্য। এর পাশাপাশি পূর্ব ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করলে রাশিয়ার উদ্বেগ কেটে যাবে।
তিনি বলেছেন, যদি রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশীদার হয়, তাহলে তারা বিশ্বাস করবে যে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা চালিয়ে যাবে। (খোং চিয়া চিয়া)
|