২২ নভেম্বরের নেপালের সাংবিধানিক সংসদ নির্বাচন আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। কারণ, নেপালের যৌথ সরকারের প্রধান ক্ষমতাসীন পার্টি ও নেপাল কমিউনিস্ট পার্টির মধ্যে নির্বাচন সম্পর্কিত সমস্যা সমাধানের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে মতৈক্য না হওয়া।
নেপালের নির্বাচন কমিটি ৫ অক্টোবর ঘোষণা করেছে, যৌথ সরকারের অনুরোধে নির্বাচন কমিটি নির্দিষ্ট নির্বাচন সংক্রান্ত সকল কর্মকাণ্ড বাতিল করেছে। তবে নতুন নির্বাচন সময়সূচী এখনও নিশ্চিত হয় নি।
জানা গেছে, এ দিন সকালে এক অধিবেশনে নেপালের যৌথ সরকারের সকল পার্টির নেতৃবৃন্দ স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছেন। নেপালের অস্থায়ী সংসদের বিশেষ অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোনচা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। (খোং চিয়া চিয়া)
|