জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশন ৪ অক্টোবর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রথমবারের মত ধর্ম ও সংস্কৃতি ক্ষেত্রের সহযোগিতা সংক্রান্ত উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যাতে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক সংযম, সমঝোতা ও শ্রদ্ধাবোধকে জাগিয়ে তোলা যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান সার্জন করিম উদ্বোধনী অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন, বিশ্বায়নের এ যুগে মানুষের মধ্যে বৈশম্য ও অসহিষ্ণুতা স্থলাভিক্তি হয় পারস্পরিক সমঝোতা ও ইতিবাচক মনোভাবের মধ্য দিয়ে। সুতরাং বিশ্বের সকল দেশের উচিত রাজনীতি, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন পর্যায়ে সংলাপ অব্যাহত রাখা এবং সংহতি ও জীব বৈচিত্র সংরক্ষণের আহ্বান জানানো এবং সব ধরনের ভুল ধারণা দূর করা। তিনি আরো বলেছেন, বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির পারস্পরিক মর্যাদার ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা উচিত।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, জীব বৈচিত্র রক্ষার আহ্বান জানানো হচ্ছে এক ধরনের সদগুণ, তা হুমকি নয়। ভিন্ন ধর্ম, ভিন্ন ব্যবস্থা ও ভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপট মানবজাতির অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য খুব গুরুত্বপূর্ণ। (খোং চিয়া চিয়া)
|