চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর একটি রির্পোটের তথ্য উদ্ধৃত করে চীনের সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে , ২০০২ সাল থেকে চীনের বাজারে পণ্যদ্রব্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে । বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতাও অনেক কমেছে । বাজারের সব পণ্যের মধ্যে চাহিদা ও সরবরাহের ভারসাম্যতা রয়েছে এমন পণ্যদ্রব্যের অনুপাত ২০০২ সালের ১২ শতাংশ থেকে ২০০৬ সালে ২৮.৭ শতাংশে উঠে এসেছে । অনেক পণ্যের ঘাটতিও দূর হয়েছে ।
গত কয়েক বছর ধরে চীনের ভোক্তারা নিজের চাহিদা ও ইচ্ছা অনুসারে পণ্যদ্রব্য কিনতে পারছে । বিশেষ করে মোবাইল ফোন , কম্পিউটার , মোটর গাড়ী , ঘর সাজানোর আসবাসপত্র ও গৃহস্থালী দ্রব্যসহ বৈদ্যুতিক যন্ত্রপাতির সরবরাহ অনেক বেড়েছে , ফলে বাজারে পণ্যের অবস্থান আরো ব্যাপক হচ্ছে । বাজারের চাহিদা ও সরবরাহের অবস্থাপরিবর্তনের ফলে চীনের বাজারে ভোক্তাদের অবস্থান অনেক উন্নত হয়েছে এবং উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো বাজারের চাহিদা অনুসারে উত্পাদন পরিকল্পনা তৈরী করছে ।
|