৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার হারমোনি গোল্ড সূত্রে জানা গেছে, এলিভেটরের কারণে দক্ষিণ আফ্রিকার এল্যান্ডসরেন্ড মাইনের ২২০০ মিটার নীচে আটকা পড়া ৩২০০ জন খনি-শ্রমিককে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এই কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, ২০ ঘন্টারও বেশী উদ্ধার প্রক্রিয়ায় একজন খনি-শ্রমিকও আহত হয়নি। মাত্র একজন খনি-শ্রমিকের জলশূণ্যতা দেখা দেয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শিগগিরি শুরু হবে। খনি-খনন যন্ত্রগুলো সঠিক ছিলনা এ ধরণের অভিযোগ হারমোনি গোল্ড কর্তৃপক্ষ অস্বীকার করেছে। কোম্পানি বলেছে, নিরাপত্তামূলক উত্তোলনের নিয়ম অনুসারে খনি-কুয়ায় ব্যবহৃত যন্ত্রগুলো প্রতি সপ্তাহেই নিয়মিতভাবে পরীক্ষা করা হয়। সর্বশেষ পরীক্ষাটি চেক ২৯ সেপ্টেম্বর করা হয়। (লিলি)
|