 উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং ইল এবং সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউন ৪ অক্টোবর পিয়ং ইয়ং-এ 'উত্তর-দক্ষিণের সম্পর্ক, শান্তি ও সমৃদ্ধি ঘোষণা'য় স্বাক্ষর করেছেন।
ঘোষণায় বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ কোরিয়া স্বতন্ত্রভাবে পুনরেকীকরণ সমস্যা সমাধান করা, মর্ম ও ব্যবস্থার পার্থক্যের উধে উঠে, উত্তর-দক্ষিণের মধ্যে পারস্পরিক সম্মান ও আস্থার সম্পর্কের উন্নয়ন নিশ্চিত করেছে। এ ছাড়াও পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, উত্তর-দক্ষিণ সম্পর্কের উন্নয়নে আইন ও ব্যবস্থা তৈরী করা এবং সংলাপের মাধ্যমে বিতর্কিত সমস্যাগুলোর সমাধান করা। দু'পক্ষই কোরীয় উপদ্বীপে যুদ্ধের বিরোধিতা করেছে এবং পরষ্পরকে আক্রমণ করবে না। এর পাশাপাশি কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যার ছ'পক্ষীয় বৈঠকে গৃহীত সংশ্লিষ্ট যৌথ দলিলপত্র কার্যকর করার প্রচেষ্টা চালাবে। যাতে পরিপূর্ণভাবে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যার সমাধান করা যায়। কোরীয় উপদ্বীপে যুদ্ধ বন্ধ এবং শান্তিপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে দু'পক্ষ সহযোগিতাকে জোরদার করবে।

তাছাড়া, অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ব্যাপারে দু'পক্ষের মধ্যে বহু ক্ষেত্রেই মতৈক্য হয়েছে।
দু'পক্ষ ঘোষণা করেছে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বৈঠক এবং প্রধানমন্ত্রী বৈঠক পৃথক পৃথকভাবে চলতি বছরের নভেম্বর মাসে পিয়ং ইয়ং ও সিউলে অনুষ্ঠিত হবে। (খোং চিয়া চিয়া)
|