ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের মোত্তাকি বলেছেন , ইরান মনে করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে না । ৩রা অক্টোবর জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের উদ্দেশ্রে তিনি এ কথা বলেছেন ।
মোত্তাকিআরো বলেন , আমাদের বিশ্লেষণ হল যুক্তরাষ্ট্র করদানকারীদের স্বার্থ বিবেচনা না করে এ অঞ্চলে আরেকটি যুদ্ধ বাঁধাতে পারে । তবে অন্যান্য দেশের মতো ইরান আত্মরক্ষার সব প্রস্তুতিই সম্পন্ন করে রেখেছে।
মোত্তাকি বলেন , ইরানের পরমাণু সমস্যা নিষ্পত্তির দু'টি পথ রয়েছে। একটি হল সহযোগিতা , আরেকটি হল প্রতিরোধ । ইরান সবসময়ই প্রথম পথটিই বেছে নেবে ।
মোত্তাকি আরো বলেন , ইরানের পরমাণু সমস্যায় যুক্তরাষ্ট্র গঠনমূলক মনোভাব পোষণ করছে না । এতে প্রতিফলিত হয়েছে যে যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য পরমাণু সমস্যার নিষ্পত্তি নয় । মধ্য প্রাচ্য অঞ্চলের অন্য সমস্যা সমাধানের জন্যই যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে ।
মোত্তাকি জোর দিয়ে বলেন , ইরানের পরমাণু পরিকল্পনা শান্তিপূর্ণ , এ পরিকল্পনা অন্য দেশের বিরুদ্ধে হুমকি হয়ে দাড়াবে না । ইরান পরমাণু অস্ত্র তৈরী করবে না এবং ইরানের পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন নেই ।
|