চীনের উপপ্রধান মন্ত্রী হুই লিয়ান ইয়ু বলেছেন , এবারের বিশেষ অলিম্পিক গেমসে প্রতিবন্ধীদের প্রতিমানবতা ও উদারতা প্রতিফলিত হয়েছে । চীন সরকার আগের মত ভবিষ্যতেও চীনে ও বিশ্বে বিশেষ অলিম্পিক গেমসের প্রসারকে সমর্থন করে যাবে এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে মানবজাতির সভ্যতা ও অগ্রগতির জন্য নতুন অবদান রাখবে ।
৩রা অক্টোবর সাংহাইয়ে মানসিক প্রতিবন্ধীদের কল্যাণ সম্পর্কিত একটি শীর্ষ ফোরামে হুই লিয়ান ইয়ু এ কথা বলেছেন ।
তিনি আরো বলেন , চীন বরাবরই প্রতিবন্ধীদের অধিকার ও স্বার্থের ওপর গুরুত্ব দেয় এবং তাকে চীনের মানবাধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করে । প্রতিবন্ধীদের বাস্তব অসুবিধা দূর করা ও চাহিদা মেটানোর জন্য চীন সরকার অনেক ব্যবস্থা নিয়েছে । ফলে প্রতিবন্ধীদের সামাজিক জীবনে সামিল থাকার পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে । প্রতিবন্ধীদের সাবলম্বী হওয়ার সামর্থ্যও আগের চেয়ে অনেক বেড়েছে । পরবর্তীকালে প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য সরকার আরো বেশি কার্যকর ব্যবস্থা নেবে ।
|