|
 |
(GMT+08:00)
2007-10-04 18:12:38
|
উত্তর ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক ও ছ'পক্ষীয় বৈঠক সুষ্ঠুভাবে বিকশিত হচ্ছে
cri
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান দাক সো ৪ অক্টোবর বলেছেন , উত্তর ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয়সম্পর্ক ও কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের অগ্রগতি হয়েছে। এ দিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনের একজন মুখপাত্র ২০০৭ সালের উত্তর-দক্ষিণ শীর্ষ বৈঠকের প্রেস সেন্টারে বলেছেন , ৪ঠা অক্টোবর উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ বৈঠক উন্নয়ন কমিটির একটি অধিবেশনে প্রধানমন্ত্রী হান দাক সো বলেছেন , উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ বৈঠক সাফল্যমন্ডিত হয়েছে । কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে নতুনভাবে যৌথ দলিল গৃহীত হয়েছে । এতে প্রমাণিত হয়েছে যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ও ছ'পক্ষীয় বৈঠক সুষ্ঠুভাবে বিকশিত হচ্ছে ।
|
|
|