 উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউনের মধ্যে ৩ অক্টোবর বিকালে পিয়ং ইয়ং-এর পাকহুয়াওয়ন রাষ্ট্রীয় অতিথি ভবনে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ দিন বিকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন জানিয়েছে, দ্বিতীয় দফার বৈঠকে কিম জং ইল আশা প্রকাশ করেছেন, রোহ মো হিউনের উত্তর কোরিয়া সফর আরো ১ দিন বাড়ানো হবে। কিম জং ইলের এই প্রস্তাব তারা বিবেচনা করবে।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র ছেন হো সেন জানিয়েছেন, প্রথম দফার বৈঠক ২ ঘন্টারও বেশী চলেছে এবং দু'পক্ষ উত্তর-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক সম্পর্কে গভীরভাবে মত বিনিময় করেছে। দক্ষিণ কোরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী, একীকরণমন্ত্রী, জাতীয় তথ্য বিভাগের প্রধান কিম মান বোক এবং উত্তর কোরিয়ার লেবার পার্টির ঐক্য ফ্রন্টের মন্ত্রী কিম ইয়াং গোন এ বৈঠকে অংশ নিয়েছেন।

এটা উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতার দ্বিতীয় বৈঠক। বৈঠকটি ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত পিয়ং ইয়ং-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। (খোং চিয়া চিয়া)
|