উত্তর কোরিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী চৌ সু-হোন যুক্তরাষ্ট্র এবং জাপানকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরী নীতি ত্যাগের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২ তম সাধারণ বিতর্কে তিনি একথা বলেন।
চৌ সু-হোন বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্টের শত্রুভাবাপন্ন মনোভাব হচ্ছে কোরীয় উপদ্বীপের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রধান কারণ। কোরীয় উপদ্বীপকে অস্ত্রমুক্ত করতে হলে যুক্তরাষ্ট্রের উচিত হবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে শত্রুভাবাপন্ন নীতি পরিত্যাগ করা এবং কোরীয় উপদ্বীপ ও তার কাছাকাছি অঞ্চলের সকল পরমাণু ব্যবস্থার নির্মূল বাস্তবায়ন করা। শুধুমাত্র উত্তর কোরিয়ার একতরফাভাবে পরমাণু অস্ত্র ত্যাগ করা এ ক্ষেত্রে যথেষ্ঠ নয়। চৌ সু-হোন জাপানকে তার আগ্রাসী ইতিহাস মোকাবেলার পাশাপাশি বন্ধুত্বও শান্তিপূর্ণ পথে চলার আহ্বান জানিয়েছেন।
এদিন সকালে চৌ সু-হোন চীন, জার্মান ও রাশিয়ার সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে শত্রুভাবাপন্ন নীতি পরিত্যাগ এবং পরমাণু হুমকি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার স্বাভাবিক সম্পর্ক বাস্তবায়ন সম্ভব হবে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের অনুরোধ মেনে নিলে ছ'পক্ষীয় বৈঠকে আরো বেশী অগ্রগতি অর্জন সম্ভব হবে। (লিলি)
|