চীন আফ্রিকান বন্ধুদের কাছে সমঝোতামূলক ও গ্রহণযোগ্য উপায়ে কথা বলে এবং কাজ করে। সুতরাং দার্ফুর সমস্যা সমাধানে চীন বিশেষ ভুমিকা পালন করছে। আফ্রিকা বিষয়ক চীনের প্রথম বিশেষ দূত লিউ কুই চিন পেইচিংএ কথা বলেছেন।
তিনি বলেছেন, দার্ফুর সমস্যা সমাধানে চীন বরাবরই উন্মুক্ত দৃষ্টিভঙ্গী পোষণ করছে। চীনের নেতৃবৃন্দ ও কূটনীতিকগণ বিভিন্ন সুযোগে পশ্চিমা সহকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন। চীন দার্ফুর সমস্যার রাজনৈতিক সমাধানে অবিচল থাকবে।
তিনি আরো বলেছেন, দার্ফুর হচ্ছে সুদানের দার্ফুর এবং আফ্রিকার দার্ফুর। চীন সর্বদাই চীন-আফ্রিকা সম্পর্ককে সুষম অবস্থানে রেখে এসেছে এবং পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী। চীন-আফ্রিকার মৈত্রী হচ্ছে চীনের শান্তিপূর্ণ কূটনৈতিক নীতির গুরুত্বপূর্ণ দিক। (খোং চিয়া চিয়া)
|