জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ই ইউ এবং নাইজেরিয়া ২ অক্টোবর সুদানের দারফুর অঞ্চলে সংঘটিত আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলার নিন্দা করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এদিন এক চেয়ারম্যান বিবৃতিতে আইন অনুযায়ী হামলাকারীদের শাস্তি বিধানের অনুরোধ জানিয়েছে। বিবৃতিতে সুদানে আফ্রিকান ইউনিয়নের পাঠানো বিশেষ বাহিনীর প্রতি সমর্থনের কথা আবারও জোর দিয়ে বলা হয়েছে। পাশাপাশি সকল পক্ষকে যথাশীঘ্র বৈরিতাসহ আফ্রিকান ইউনিয়নের পাঠানো বিশেষ বাহিনী, নিরীহ লোক ও মানবিক ত্রাণ সংস্থার উপর হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্র পর্তুগালও ই ইউ'র পক্ষ থেকে এক বিবৃতিতে বলেছে, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর ওপর যে কোন হামলাকেই ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবের পরিপন্থী বলে মনে করা হয়।
এদিকে নাইজেরিয়ার সরকার এক বিবৃতিতে এবারের হামলার তীব্র নিন্দা করেছে। পাশাপাশি তারা দারফুর অঞ্চলে শান্তিরক্ষার দায়িত্ব অব্যাহতভাবে চালানোর কথা বলেছে। (লিলি)
|