মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল বলেছেন, চীন ছ'পক্ষীয় বৈঠকের ব্যাপস্থাপনা ও ডিজাইন ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে।
নিউইয়র্কের বিদেশী সাংবাদিক কেন্দ্রে ২ অক্টোবর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হিল একথা বলেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গত সপ্তাহের শেষ দিকে পেইচিংয়ে প্রণয়ন করা অভিন্ন দলিলপত্রের প্রতি তার ইতিবাচক মনোভাবের কথা চীন সরকারকে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন। এই অভিন্ন দলিলপত্র আগামী দু'এক দিনের মধ্যেই প্রকাশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এদিন মার্কিন রাষ্ট্রীয় পরিষদের মুখপাত্র সিন ম্যাককর্ম্যাক বলেছেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে চীন সরকারকে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ে উত্থাপিত অভিন্ন দলিলপত্রের খসড়া প্রস্তাব অনুমোদন করেছে।
তা ছাড়া, জাপানের প্রধানমন্ত্রী ২ অক্টোবর টোকিওতে বলেছেন, এই অভিন্ন দলিলপত্র উত্থাপন কোরীয় উপদ্বীপকে অস্ত্রমুক্তকরণের দিকে নিয়ে যাওয়ার একটি পদক্ষেপ। জাপান সরকার এই দলিলপত্রকে অনুমোদনের প্রস্তুতি নিয়েছে। (লিলি)
|