২ অক্টোবর পাকিস্তানের তথ্য মাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানের বিরোধী দলভুক্ত "সকল ডেমোক্র্যাটিক পার্টিগুলোর" জাতীয় সংসদের ৮৫ জন সদস্য এদিন পদত্যাগ করেছেন।
সংসদের স্পীকার চৌধুরী আমির হুসেইন বলেছেন, ৮৫ জন সদস্য এদিন সকালে পদত্যাগ পত্র প্রদান করেছেন। পর্যালোচনার পর এসব পত্র নির্বাচন কমিটির কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো বলেন, এসব সদস্যের পদ ত্যাগ প্রেসিডেন্ট নির্বাচনের ওপর কোন প্রভাব ফেলবে না।
স্থানীয় একটি টিভি কেন্দ্র ২ অক্টোবর মুসলিম ইউনিয়নের একজন নেতার কথা উদ্ধৃত করে বলেছে, বিরোধী দলগুলোর জাতীয় সংসদ সদস্য এবং প্রদেশ পর্যায়ের সংসদ সদস্যসহ মোট ২৪৪ জন পদ ত্যাগ করবেন। পারভেজ মুশাররফের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে তারা এভাবে প্রতিবাদ জানায়।
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। মুশাররফসহ পাঁচ জন প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। (লিলি)
|