চীন গ্রামীণ তথ্য বিনিময় সম্প্রসাবনের কাজ অব্যাহত রাখবে। যাতে কৃষি শিল্পের উন্নয়ন এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করা যায়।
সম্প্রতি চীনের তথ্য-শিল্প মন্ত্রণালয় থেকে এ খবর জানা গেছে।
জানা গেছে, ভবিষ্যতে চীন ধাপে ধাপে গ্রামীণ অঞ্চলের বেতার, টিভি ও ইন্টারনেটের আবৃতির হার বাড়াবে, বাজার, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি উপকরণ, আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ, গুণগত মানের নিরাপত্তা ও নিয়মবিধিসহ কৃষি সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। এর পাশাপাশি গ্রামীণ অঞ্চলে শহরের বৃহত্ শপিং মলের শাখা স্থাপনের মাধ্যমে গ্রামীণ জনগণের দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে সাহায্য করবে। গ্রামীণ অঞ্চলের মানুষদের তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পৃক্তের কাজও দ্রুততর করবে। (খোং চিয়া চিয়া)
|