হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো ১ অক্টোবর বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ মনে করেন, কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যার সমাধান সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো এ লক্ষেই তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ইরানের পরমাণু সমস্যার ব্যাপারে বুশের বিকল্প হিসেবে যে কোনো ব্যবস্থা নেয়ার অধিকার রয়েছে।
'নিউ ইয়র্কার' পত্রিকার ৩০ সেপ্টেম্বরের সংখ্যায় প্রকাশিত ইরানের ওপর বুশ সরকারের সামরিক বল প্রয়োগের গুরুত্বপূর্ণ পরিকল্পনার ব্যাপারে তিনি কোন কথা বলতে অস্বীকার করেছেন। (খোং চিয়া চিয়া)
|