মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টম ক্যাসি ১ অক্টোবর বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর-দক্ষিণ কোরিয়ার শীর্ষ সম্মেলনকে সমর্থন করে।
তিনি বলেছেন, উত্তর কোরিয়ায় পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়িত হলে, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে একটি নতুন সম্পর্ক স্থাপিত হবে। এর পাশাপাশি তিনি বলেন, যে সমস্যা কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধান করা যাবে, সেই সমস্যা উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংলাপের দ্বারা সমাধান নাও হতে পারে।
উত্তর কোরিয়ায় মানবিক সাহায্য সম্পর্কে তিনি বলেছেন, এর আগে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রই ছিল উত্তর কোরিয়ার খাদ্য সাহায্যকারী দেশ। যুক্তরাষ্ট্র মনে করে, মানবিক সাহায্যের বিষয়টি রাজনীতির বাইরে রাখা উচিত। (খোং চিয়া চিয়া)
|