 দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউন উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রধানগণের দ্বিতীয় বৈঠকে অংশ নেয়ার জন্য ২ অক্টোবর পিয়ং ইয়ংয়ে পৌঁছেছেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম ইয়ং ইল "২৫ এপ্রিল"সাংস্কৃতিক ভবনের সামনের মহাচত্বরে রোহ মো হিউনকে অভ্যর্থনা জানিয়েছেন এবং উত্তর কোরিয়ার স্থল, বিমান ও নৌবাহিনীর গার্ড অব অনার পরিদর্শন করেছেন। এটি হচ্ছে কিম ইয়ং ইল এবং রোহ মো হিউনের প্রথম সাক্ষাত্।
রোহ মো হিউন এদিন সকাল প্রায় ৮টার দিকে বিশেষ গাড়ি যোগে সিউল থেকে রওয়ানা হয়ে উত্তর কোরিয়া গেছেন। রওয়ানার আগে তিনি এক টেলিভিশন ভাষণে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার বিনিময় ও সহযোগিতার গুরুত্বের কথা আবারও জোর দিয়ে বলেছেন। তিনি বলেছেন, বাস্তব ও নির্দিষ্ট সাফল্য অর্জনের লক্ষ্যে এবারের বৈঠকে তাঁরা কোরীয় উপদ্বীপের শান্তি এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করবেন। দু'দেশের সামরিক সীমান্ত লাইনে পৌঁছার পর রোহ মো হিউন হেঁটে সীমান্ত লাইন অতিক্রম করে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এই প্রথমবারের মতো স্থলপথের মাধ্যমে সামরিক সীমান্ত লাইন অতিক্রম করে উত্তর কোরিয়ায় পৌঁছলেন।
রোহ মো হিউন পিয়ং ইয়ংয়ে কিম ইয়ং ইলের সঙ্গে কোরীয় উপদ্বীপের শান্তি, জাতীয় অভিন্ন গৌরব এবং দেশের একীকরণসহ বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করবেন। প্রেসিডেন্টের সফরসঙ্গীরা উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্নভাবে বৈঠক করবেন এবং সহযোগিতা ও বিনিময় জোরদার সংক্রান্ত পরিকল্পনা অন্বেষণ করবেন। (লিলি)
|