রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পয়লা অক্টোবর ইউনাইটেড রাশিয়া পার্টির অস্টম প্রতিনিধি সম্মেলনে বলেছেন, তিনি এই পার্টির নেতৃত্ব দিয়ে ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নতুন দফা রাষ্ট্রীয় দুমা, অর্থাত্ সংসদের নিম্ন পরিষদ নির্বাচনে অংশ নেবেন। কিন্তু তিনি এই পার্টির সদস্য হতে চান না।
পুতিন বলেছেন, ইউনাইটেড রাশিয়া পার্টির সামাজের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং ক্ষমতাসীন সংস্থার নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নের স্তম্ভ হওয়া উচিত। তাই তিনি এই পার্টির নেতৃত্বে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তাবটি গ্রহণ করেছেন। কিন্তু তাঁর এই পার্টির সদস্য হওয়ার ইচ্ছা নেই।
পুতিন মনে করেন, ২০০৮ সালে রাশিয়া সরকারের নেতৃত্ব দেয়া সংক্রান্ত তাঁর প্রস্তাবটি বাস্তবসম্মত। কিন্তু এই প্রস্তাব বাস্তবায়ন পার্টির ২ ডিসেম্বর অনুষ্ঠেয় রাষ্ট্রীয় দুমার নির্বাচনে জয়ী হবে কিনা এই ব্যাপারের ওপর নির্ভর করে। (লিলি)
|