২০০৭ সালের বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস ২রা অক্টোবর সাংহাই শহরে শুরু হবে । চীনের বিশেষ অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান চৌ থাই থোং বলেছেন , বিশেষ অলিম্পিক গেমসের প্রস্ত্ততিমূলক সব কাজ সম্পন্ন হয়েছে ।
পয়লা অক্টোবর এক প্রেস ব্রিফিংয়ে চৌ থাই থোন বলেছেন , এ বিশেষ অলিম্পিক গেমসের জন্য ৩০টি স্ট্যাডিয়াম পুনর্নিমাণ করা হয়েছে । এ সব স্ট্যাডিয়ামে প্রতিবন্ধী খেলোয়াড়রা হুইলচেয়ারে বসে আসা-যাওয়া করতে পারবে । সাংহাইয়ের প্রায় এক শ'টি হোটেল ও দু' কোটি পরিবার বিশেষ অলিম্পিক গেমসের খেলোয়াড় ও তাদের অভিভাবক এবং কোচদের জন্য আবাসনের ব্যবস্থা করেছে । এ ছাড়াও সাংহাইয়ের ৪০ হাজার সেচ্ছাসেবক বিশেষ অলিম্পিক গেমসের খেলোয়াড়দের জন্য বিভিন্ন ভাষায় পরিসেবাসহ প্রয়োজনীয় সব সাহায্য করবে ।
|