সর্বশেষ এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে চীনে সেসব গ্রামীণ পরিবার ঋণ নিয়েছে তাদের মধ্যে ৬০ শতাংশই আর্থিক সংস্থা থেকে ঋণ সাহায্য পেয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে গ্রামাঞ্চলে গ্রামীণ পরিবারের জন্য ছোট ছোট ঋণ ব্যবস্থা ব্যাপকভাবে চালু হয়েছে। বর্তমানে এক-তৃতীয়াংশ গ্রামীণ পরিবার ইতোমধ্যেই ঋণ পেয়েছে। ফলে কৃষকদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রের সমস্যা কিছুটা দূরীভূত হয়েছে।
তা ছাড়া, সরকার ঋণ ক্ষেত্রে গ্রামাঞ্চলের ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সাহায্যের পরিমান বাড়িয়েছে। গ্রামাঞ্চলের ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঋণ পাওয়ার হারও বিপুলভাবে বেড়েছে। (লিলি)
|