পয়লা অক্টোবর হচ্ছে চীনের জাতীয় দিবস। বিভিন্ন অঞ্চলের জনগণ এই দিবস উদযাপন উপলক্ষে নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করে।
রাজধানী পেইচিং-এর থিয়ান আনমেন মহাচত্বরকে ৪ লাখ ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। অনেক জনগণ তা উপভোগের জন্য সেখানে গিয়েছেন। এদিন সকালে বিভিন্ন জায়গা থেকে প্রায় এক লাখেরও বেশী লোক জাতীয় পতাকা উত্তেলনের অনুষ্ঠান দেখেছে।
পূর্বাঞ্চলের শাংহাই শহরে শাংহাই পর্যটন দিবসের আয়োজন করা হয়। পর্যটন দিবসে আনন্দমুখর আন্তর্জাতিক সাংস্কাতিক পরিবেশনা এবং চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি সমৃদ্ধ কর্মসূচীর মাধ্যমে জনগণ দেশী-বিদেশী সংস্কৃতির বিনিময় উপলব্ধি করেছেন গভীরভাবে।
জাতীয় দিবস উদযাপনের জন্য হংকং বিশেষ অঞ্চলে জাঁজজমকপূর্ণ পানচক্রেরও আয়োজন করা হয়। এ ছাড়াও, বিরাটাকারের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি পোড়ানোসহ বিভিন্ন কর্মসূচীরও আয়োজন করার কথা। ম্যাকাও বিশেষ অঞ্চলের ১০ হাজারেরও বেশী নাগরিক দূরপাল্লার দৌঁড়ে অংশ নিয়েছেন। (লিলি)
|