পয়লা অক্টোবর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রো মো হিউন জোর দিয়ে বলেছেন , পিয়ংইয়ংয়ে অনুষ্ঠেয় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় শীর্ষবৈঠকে কোরিয় উপদ্বীপের শান্তি প্রধান আলোচ্য বিষয় হবে ।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন । তিনি আরো বলেছেন , উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ বৈঠকে অনেক বিষয়ে আলোচনা করা হবে , তবে প্রধান বিষয় হবে কোরিয় উপদ্বীপের শান্তি প্রতিষ্ঠা । তা ছাড়া বৈঠকে দু' দেশের মধ্যে সামরিক আস্থা প্রতিষ্ঠা , শান্তি চুক্তি স্বাক্ষর ও সামরিক ব্যয় কমানোর বিষয় নিয়েও আলোচনা করা হবে । তিনি বলেন , কোরিয় উপদ্বীপে শান্তি না থাকলে অভিন্ন সমৃদ্ধি ও একীকরণ বাস্তবায়ন সম্ভব হবে না ।
রো মো হিউন আরো বলেন , কোরিয় উপদ্বীপের বৈরীতা দূর করা এবং শান্তি প্রতিষ্ঠা দক্ষিণ কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নীতি । তিনি আশা প্রকাশ করে বলেন , কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছয়পক্ষীয় বৈঠকের অগ্রগতির সঙ্গে সঙ্গে উপদ্বীপের সার্বিকপরিস্থিতিরও উন্নতি হবে ।
৩০ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুন ৩০ সেপ্টেম্বর এক বিবৃতিতে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দকে এ ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে কোরিয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য মজবুত ভিত্তি স্থাপনের আহ্বান জানিয়েছেন । বিবৃতিতে তিনি ছ'পক্ষীয় বৈঠকে কোরিয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা এবং উত্তর-পূর্ব এশিয় অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা বাড়াবে বলে আশা প্রকাশ করেছেন ।
|