মার্কিন যুক্তরাষ্ট্র উত্থাপিত মধ্য-প্রাচ্যের আন্তর্জাতিক সম্মেলনে সফলতা অর্জন করতে চাইলে, সুস্পষ্টভাবে আলোচ্যসূচী নির্ধারন করতে হবে।
কায়রোয় মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারাকের সঙ্গে সাক্ষাতের পর ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং-এ সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ কথা বলেছেন। তিনি অবহিত করেন যে, কমপক্ষে ৩৬টি দেশ চলতি শরত্কালে অনুষ্ঠেয় মধ্য-প্রাচ্যের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবে। সম্মেলনের আলোচ্যসূচী নির্ধারনের জন্য এখন প্রস্তুতি চলছে।
বৈঠকে আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট বুশ ও অন্যান্য দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত্কালে বৈঠকের অগ্রগতি এবং মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রচেষ্টা সম্পর্কে প্রেসিডেন্ট মোবারাককে অবহিত করেছেন। ( খোং চিয়াচিয়া )
|