জাতিসংঘের মহাসচিব বান কিমুন এবং আফ্রিকান ইউনিয়ন কমিটির চেয়ারম্যান আলফা ওমর কোনার ৩০ সেপ্টেম্বর ভিন্ন ভিন্ন বিবৃতিতে সুদানের দারফুর অঞ্চলে আফ্রিকান ইউনিয়নের শান্তি রক্ষী বাহিনীর ওপর হামলার তীব্র নিন্দা করেছেন।
বান কিমুন তাঁর বিবৃতিতে আশা প্রকাশ করেছেন যে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ শান্তিপূর্ণভাবে সংঘর্ষ নিরসনকে প্রধান কাজ হিসেবে বিবেচনা করবে ও হামলাকারীদের নিয়ন্ত্রণে যথাসাধ্য ব্যবস্থা নেবে। বিবৃতিতে নিহতদের আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে আলফা ওমর কোনার বলেছেন, দারফুরে সংঘর্ষে লিপ্ত বিভিন্ন পক্ষের বৈঠক ২৭ অক্টোবর লিবিয়ার রাজধানী ত্রিপোলি শহরে অনুষ্ঠিত হবে। কিন্তু বৈঠকটি আয়োজনের আগেই শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে হামলার ঘটনা ঘটলো। তিনি বলেছেন, এ হামলা দারফুর অঞ্চলে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর ওপর কোন প্রভাব ফেলবে না।
সুদানে আফ্রিকান ইউনিয়নের পাঠানো বিশেষ দলের মুখপাত্র নুরেদ্দিন মাজনি এদিন বলেছেন, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর সুদান অঞ্চলে যাওয়ার উদ্দেশ্য হলো স্থানীয় এলাকার শান্তি প্রতিষ্ঠা করা। অথচ উল্টো তারা সশস্ত্র ব্যক্তিদের হামলার শিকারে পরিণত হয়েছে। আফ্রিকান ইউনিয়ন এ ধরণের জঘন্য আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। (লিলি)
|