চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ৩০ সেপ্টেম্বরের এক রির্পোটে বলা হয়েছে , ২০০২ সাল থেকে প্রতি বছর চীনে পেটেন্ট আবেদন ও অনুমোদনের পরিমান প্রতি বছর ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে । এতে বোঝা যায় যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রেচীনের সৃজনশীল শক্তি দিন দিন বাড়ছে এবং মেধাস্বত্বরক্ষার পরিবেশ অনেক উন্নত হয়েছে ।
রির্পোটে বলা হয়েছে , গত কয়েক বছর ধরে চীনে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের বরাদ্দ ক্রমেই বাড়ছে । গত বছর বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সরকারী বরাদ্দ ছিল ২০০২ সালের দ্বিগুণেরেও বেশি । একই সময় চীন সরকার বুনিয়াদী বিজ্ঞান গবেষণার ওপরও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। ফলে চীনের হাই টেক শিল্পের দ্রুত প্রসার হচ্ছে । নতুন নতুন গবেষণার মধ্যে চীনের নিজস্ব গবেষণায় নির্মিত ' সেনচৌ' নভোখেয়াযান সাফল্যের সঙ্গে উত্ক্ষেপন করা হয়েছে । বিশেষ করে ' সেনচৌ' নম্বর ও নম্বর৬ মনুষ্যবাহী খেয়াযানের সাফল্যজনক নিক্ষেপ প্রমাণ করেছে যে কোনো কোনো ক্ষেত্রে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের সম মানে পৌছেছে ।
|