গণ প্রজাতন্ত্রী চীনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চীনের রাষ্ট্রীয় পরিষদ ৩০ সেপ্টেম্বর পেইচিংয়ের মহা গণ ভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাওসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও বিভিন্ন মহলের দেশি বিদেশী ১৫০০ জন বিশিষ্ট ব্যক্তি এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ভাষণে বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনের সার্বিক রাষ্ট্রীয় শক্তি বিপুল মাত্রায় বেড়েছে। স্পষ্টভাবে জনগণের জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে। শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের চেহারা দিন দিন বদলে যাচ্ছে। চীনের আন্তর্জাতিক মর্যাদা নিরন্তরভাবে বাড়ছে। চীন তার বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক পথ এবং সংস্কার ও উন্মুক্তকরণ নীতি অবিচলভাবে অব্যাহত রাখবে।
ওয়েন চিয়া পাও জোর দিয়ে বলেন, চীন অব্যাহতভাবে "এক দেশে দুই সমাজ ব্যবস্থা", "হংকংবাসীদের দ্বারা হংকা প্রশাসন করা", "ম্যাকাওবাসীদের দ্বারা ম্যাকাও প্রশাসন করা" ও উচ্চ মানের স্বায়ত্তশাসনের নীতি অনুসরণ করবে।
ওয়েন চিয়া পাও পুনরায় ঘোষণা করেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবে। চীন পারস্পরিক কল্যাণমূলক ও সকলের জয়লাভের জন্য উন্মুক্তকরণের কৌশলের ভিত্তিতে বিশ্বের শান্তি রক্ষা করবে এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|