দক্ষিণ কোরিয়ার একীকরণমন্ত্রী লি জায়ে জোং ৩০ সেপ্টেম্বরসিউলে জানিয়েছেন, ২ অক্টোবর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন উত্তর কোরিয়া সফরকালে হেঁটে হেঁটে দু'দেশের সামরিক সীমান্ত লাইন অতিক্রম করবেন ।
লি জায়ে জোং বলেন, দু'পক্ষের গৃহীত চুক্তি অনুযায়ী রোহ মূ হিউন বিশেষ গাড়িতে সিউল থেকে উত্তর কোরিয়ার সিনউইজু যাওয়ার পথে পিংইয়ংয়ে অনুষ্ঠেয় দু'দেশের শীর্ষ নেতাদের দ্বিতীয় সাক্ষাতে অংশ নেয়ার আগে হেঁটে সামরিক সীমান্ত লাইন অতিক্রম করে উত্তর কোরিয়ায় পৌঁছবেন । তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের হেঁটে সীমান্ত পার হাওয়ার ঐতিহাসিক হিসেবে বিবেচিত হবে মুহুর্তটি । তিনি আশা করেন, রোহ মু হিউনের এ আচরণ কোরীয় উপদ্বীপের শান্তি বাস্তবায়নে একটি সুযোগ সৃষ্টি করবে ।
উল্লেখ্য যে, ২ থেকে ৪ অক্টোবর দক্ষিণ ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের দ্বিতীয় সাক্ষাত্ পিংইয়ংয়ে অনুষ্ঠিত হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|