পূর্ব ও দক্ষিণ আফ্রিকার অভিন্ন বাজারের মহাসচিব এরাস্তুস মবেনচা সম্প্রতি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকার এই বৃহত্তম অর্থনৈতিক একীকরণ সংস্থার জন্য তাদের বাজার উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এতে কেবল চিনি ছাড়া তাদের অন্যান্য পণ্য বিনা শুল্কে ই ইউ'-এর বাজারে প্রবেশ করতে পারবে। ২৯ সেপ্টেম্বর কেনিয়ার সংবাদ-মাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।
তিনি বলেন, আগামী বছরের জানুয়ারী মাস থেকে ই ইউ বাজার উন্মুক্ত করা শুরু করবে।
জানা গেছে, অক্টোবরে পূর্ব ও দক্ষিণ আফ্রিকা উভয়ের অভিন্ন বাজারের সদস্য দেশগুলো ই ইউ'-এর বাজার উন্মুক্তকরণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবে।
উল্লেখ্য, পূর্ব ও দক্ষিণ আফ্রিকার অভিন্ন বাজার ৫ বছর ধরে ই ইউ'র সঙ্গে " অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি" সংক্রান্ত আলোচনা চালিয়ে গিয়েছিল।----ওয়াং হাইমান
|