চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৩৫তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও ২৯ সেপ্টেম্বর পরস্পরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
ওয়েন চিয়া পাও তার বার্তায় বলেন, ১৯৬২ সালের ২৯ সেপ্টেম্বর চীন ও জাপানের প্রবীণ যোদ্ধারা ঐতিহ্যিক সিদ্ধান্ত নিয়ে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেন। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায় উন্মোচিত হয়। ৩৫ বছর ধরে, দু'দেশের সরকার ও বিভিন্ন মহলের যৌথ প্রচেষ্টায় চীন ও জাপানের সম্পর্কে অনেক উন্নতি হয়েছে। এখন দু'দেশ সার্বিকভাবে কৌশলগত পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক নতুন একটি পর্যায়ে পৌঁছেছে। চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৩৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দু'দেশের সম্পর্ক দীর্ঘদিনের সুষ্ঠু স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চীন ও জাপান আরও বেশি চেষ্টা চালিয়ে যাবে বলে ওয়েন চিয়া পাও আশা প্রকাশ করেন।
ফুকুদা ইয়াসুও তার বার্তায় বলেন, এ উপলক্ষে জাপান " কৌশলগত পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক" স্থাপন , এশিয়াসহ বিশ্বের শান্তি , স্থিতিশীলতা এবং উন্নয়নে গঠনমূলক অবদান রাখার জন্য চীনের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করবে। ----ওয়াং হাইমান
|