যুক্তরাষ্ট্র প্রথম দফায় ইরাক থেকে মোট ২ হাজার ২০০ জন সৈন্যকে প্রত্যাহার করে নিয়েছে । মার্কিন সামরিক পক্ষের মুখপাত্র পামেলা মার্শাল ২৮ সেপ্টেম্বর ওয়াশিংটনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, প্রথম কিস্তিতে প্রত্যাহার করা সৈন্যরা মার্কিন নৌপদাতিক বাহিনীর ১৩তম এক্সপেডিশনারি আর্মির অংশ। এসব সৈন্য ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে মোতায়েন ছিল। এখন তারা স্বদেশে ফিরে যাচ্ছে।
জানা গেছে, মার্কিন সৈন্যবাহিনী ডিসেম্বরের মাঝামাঝি সময় ইরাক থেকে প্রায় ৪ হাজার সৈন্য প্রত্যাহার করবে বলে ঘোষণা দেয়। প্রথম দফায় এই প্রত্যাহারের পরে আরও ৪টি ব্রিগেড ও ২টি ক্যাম্পসাইট প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।----ওয়াং হাইমান
|