ভাল্ডিস জাতলারস ১৯৫৫ সালের ২১ মার্চ রাজধানী রিগায় জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে তিনি রিগা চিকিত্সা একাডেমি থেকে স্নাতক ডিগ্রী নেন। এরপর তিনি মার্কিন ইয়েলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।
১৯৭৯ সাল থেকে তিনি রিগা শহরের দ্বিতীয় হাসপাতালে চিকিত্সা হিসেবে কাজ করেন। ১৯৮৪ সালে তিনি এ হাস্পাতালের একজন দায়িত্ববান কর্মকর্তাও ছিলেন। ২০ শতাব্দীর ৮০ দশরের শেষ দিক থেকে ৯০ দশক পর্যন্ত তিনি লাতভিয়ার স্বাধীন তার জন্য সার্বক্ষনিকভাবে লাতভিয়ার গণ ফ্রন্টের সদস্য ছিলেন এবং লাতভিয়ার ডাক্তার সমিতি পুনর্গঠনের অভিযানে অংশ নেন। ২০০৭ সালের ৩১ মে লাতভিয়ার স্বাধীনতা লাভের পর তিনি তৃতীয় প্রেসিডেন্ট ও ইতিহাসের সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তিনি কখনো কোনো দলে যোগ দেন নি।
তাঁর তিন ছেলে ও মেয়ে রয়েছে।
ছাই ইউয়ে
|