আর্নল্ড ফিওদোরোভিচ রুতেল ১৯৮২ সালের ১০ মে জন্মগ্রহণ করেন। তিনি এস্টোনিয়ার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ১৯৬৯ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি এস্টোনিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক ছিলেন। ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি এস্টোনিয়ার সর্বোচ্চ সোভিয়েতের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯১ ১৯৯২ সালে তিনি এস্টোনিয়ার সংবিধান কমিটির সদস্য ছিলেন। ১৯৯৩
(আর্নল্ড ফিওদোরোভিচ রুতেল চীনের প্রসিডেন্ট হু চিনথাও'র সঙ্গে) থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় উন্নয়ন ও সহযোগিতা গবেষণালয়ের মহাপরিচালক ছিলেন। ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি কোন্ট্রি পিপলস পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অষ্টম সংসদের ভাইস স্পীকার ছিলেন। ১৯৯৯ থেকে তিনি পিপলস ফেডারেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেন। ১৯৯৯ থেকে ২০০১ সালের আগষ্ট পর্যন্ত তিনি নবম সংসদের সদস্য ছিলেন। ২০০১ সালের সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত তিনি এস্টোনিয়ার প্রেসিডেন্ট ছিলেন।
(আর্নল্ড ফিওদোরোভিচ রুতেল চীনে সাক্ষাত্কালে)
রুতেল ২০০৫ সালের আগষ্ট মাসে চীন সফর করেন।
ছাই ইউয়ে
|