আসিয়ানের ৯টি সদস্য দেশ ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে বলেছে, তার আশা করে, মিয়ানমার সরকার এবং সংশ্লিষ্ট পক্ষ মতৈক্যের মাধ্যমে ও শান্তিপূর্ণ উপায়ে বর্তমানের সংকট সমাধান করতে পারবে এবং সশস্ত্র সংঘর্ষ থেকে বিরত থাকবে।
আসিয়ানের ৯টি সদস্য দেশ এদিন পালাক্রমিক সভাপতি রাষ্ট্র সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়েও-এর মাধ্যমে এক বিবৃতিতে বলেছে, আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সম্মেলনের অনানুষ্ঠানিক বৈঠকে প্রকাশ্যে এবং ব্যাপকভাবে মিয়ানমারের পরিস্থিতির উন্নয়ন সম্পর্কে আলোচনা করেছেন। তাঁরা মিয়ানমার সরকারকে সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার অনুরোধ জানিয়েছেন।
আসিয়ান প্রথমবারের মতো এর সদস্য একটি দেশকে এ ধরণের অনুরোধ জানাল। (লিলি)
|