জাপান এবং চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের ৩৫ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর পেইচিংয়ে জাপান দূতাবাসে এক সংবর্ধনানুষ্ঠানের আয়োজন করে।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির উপ-চেয়ারম্যান লু ইয়োংসিয়াং সংবর্ধনানুষ্ঠানে বলেছেন, ৩৫ বছর ধরে দু'দেশের বিভিন্ন মহলের বিজ্ঞ ব্যক্তিদের যৌথ প্রচেষ্টার ফলে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বিনিময় অব্যাহতভাবে জোরদার হয়েছে। চীন জাপানের সঙ্গে মিলিতভাবে চীন-জাপান যৌথ বিবৃতিসহ তিনটি রাজনৈতিক দলিলের ভিত্তিতে ঐতিহাসিক অভিজ্ঞতা গ্রহণ করা এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে দু'দেশের সম্পর্কের স্বাস্থ্য ও সুষ্ঠু উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
চীনে জাপানের রাষ্ট্রদূত ইউজি মিয়ামোতো ৩৫ বছর ধরে দু'দেশের সম্পর্ক ত্বরান্বিত করার জন্য জাপান এবং চীনের বিভিন্ন মহলের ব্যক্তিদেরকে ধন্যবাদ জানান। জাপান আশা করে, ভবিষ্যতে দু'দেশের বিনিময় এবং সহযোগিতা আরো জোরদার হবে।
জাপানের সাবেক প্রধামন্ত্রী ইয়োশিরো মোরি এবং বিভিন্ন মহলের ব্যক্তিরা সন্বর্ধনানুষ্ঠানে উপস্থিত ছিলেন। (লিলি)
|