বিশ্ব ব্যাংকের গভর্ণর রবার্ট জোলিক ২৭ সেপ্টেম্বর বলেছেন, বিশ্ব ব্যাংক তার নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল ডেভোলপমেন্ট আসোসিয়েনের মাধ্যমে বিশ্বের ৮১টি দরিদ্য দেশকে ৩৫০ কোটি মার্কিন ডলার মূল্যের অর্থনৈতিক সাহায্য দেবে।
সংবাদ মাধ্যমকে জোলিক বলেছেন, আগে বিশ্ব ব্যাংক ১৫০ কোটি মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুত দিয়েছিল। এই সংখ্যা আগেকার চেয়ে এখন দিগুণেরও বেশী। বিভিন্ন দরিদ্র্য দেশ বিশেষ করে দরিদ্র্য আফ্রিকান দেশগুলোর দারিদ্র্যমোচনে সহায়তা করবে। (লিলি)
|