চীন সরকার বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে দারিদ্র বিমোচনের অভিজ্ঞতা ভাগাভাগি করতে ইচ্ছুক। ২৮ সেপ্টেম্বর পেইচিংএ চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র বিমোচন ও উন্নয়ন নেত্রী গ্রুপ অফিসের কর্মকর্তা উ জন এ কথা বলেছেন। তিনি বলেছেন, সাম্প্রিতক বছরগুলোতে চীন সরকার দারিদ্র বিমোচন ক্ষেত্রে সক্রিয় পদক্ষেপ নিয়েছে। চীন সরকার বিশ্ব সম্প্রদায়ের সঙ্গেএ ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা ভাগাভাগি করতে প্রস্তুত।
জানা গেছে, সংস্কার ও উন্মুক্তকরণ চালু হওয়ার পর চীনের দরিদ্রদের সংখ্যা আগের ২৫ কোটি থেকে বতর্মানে২ কোটিতে নেমেছে। বিশ্ব ব্যাংক ও জাতি সংঘের একটি উপাত্ত অনুযায়ী, বিশ্বের কমে যাওয়া দারিদ্র সংখ্যার ৮০ শতাংশই চীনের কমে যাওয়া দারিদ্রসংখ্যা থেকে এসেছে।
|