v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-28 17:06:55    
চাওয়া পাওয়া (২২ জুলাই)

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রিয় আসর আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আসুন, এখন আমরা একসঙ্গে সুন্দর সুন্দর কয়েকটি গান উপভোগ করবো।

    বাংলাদেশের বগুড়া জেলার নিমাইদীঘি গ্রামের সারাক ইন্টরন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম. আব্দুর রাজ্জাক আমাদের অনুষ্ঠানে ম্যাডোনা কন্ঠে যে কোন একটি ইংরেজী গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি আপনার অনুরোধ পূরণ করছি। সবাই মিলে ম্যাডানোর কন্ঠে "DON'T CRY FOR ME, আর্জেনটিনা"গানটি শুনি।

    বাংলাদেশের শেরপুর জেলার যোগানিয়া (পূর্বপাড়া)গ্রামের কিংবদন্তী বেতার শ্রোতা সংঘের পরিচালক মো: সুমন মিয়া তাঁর চিঠিতে লিখেছেন, আমি বাংলাদেশের কন্ঠশিল্পী আলম আরা মিনু-এর কন্ঠে শোনা দানা দামি গয়না"নামের গানটি শুনতে চাই। দুঃখিত ভাই, আমার কাছে আপনার পছন্দের এই গানটি নেই। তাহলে আরেকটি গান শোনাচ্ছি। কেমন? আশা করি আপনি পছন্দ করবেন। গানের নাম "আজ এই মন"।

    বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিপুর গ্রামের সোনার বাংলা রেডিও লিসনার্স ক্লাবের মো: মনিরুল আমাদের অনুষ্ঠানে আয়ুব বাচ্চুর কন্ঠে "তের নদী সাত সমুদ্দুর পাড়ি দিয়ে যেখানেই যাবে তুমি শুনবে আমারি সূর"গানটি শুনতে চেয়েছেন। ভাই মনিরুল, গানটি আমার কাছে নেই। তাই এখন আয়ুব বাচ্চুর কন্ঠে "রুপালী গিটার"গানটি উপভোগ করি।

    বাংলাদেশের বগুড়া জেলার আটমুল আউড়া পাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের এম.শামসুল ইসলাম আমাদের অনুষ্ঠানে একটি সুন্দর হিন্দী গান শুনতে চেয়েছেন। প্রিয় বন্ধু, খুব দুঃখিত, আমার হাতে হিন্দী গান সম্পর্কিত কোন সিডি নেই। তা ছাড়া, আমরা হচ্ছি বাংলা বিভাগের। আপনি হিন্দী গান শুনতে চাইলে সি আর আই-এর হিন্দী বিভাগের অনুষ্ঠান শুনতে পারবেন। অথবা হিন্দী বিভাগকে চিঠি লিখে আপনার অনুরোধ জানাতে পারেন। ওকে? তাহলে এখন সবাই মিলে শিল্পী শাকিলা জাফরের কন্ঠে একটি বাংলা গান শোনা যাক। গানের নাম অনেক কিছুই ঠিক বলে জেনে। উল্লেখ্য যে, এই গানের গীতিকার হচ্ছেন আমাদের বিভাগের বিশেষজ্ঞ আ বা ম ছালাউদ্দিন।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। আশা করি, চাওয়া পাওয়ার মাধ্যমে আপনাদের গেলো সপ্তাহের ক্লান্তি ধূয়ে মুছে গেছে। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে আগামী সপ্তাহের চাওয়া পাওয়া অনুষ্ঠানে। (লিলি)