চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও ২৮ সেপ্টেম্বর জাপানের নব নিযুক্ত প্রধান মন্ত্রী ফুকুডা ইয়াসুওয়ের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। এ সময় ফুকুডা ইয়াসুও বলেছেন, তিনি যত তাড়াতাড়ি সম্ভব চীন সফর করতে চান। তিনি চীনের নেতৃবৃন্দের সঙ্গে দু'দেশের সর্ম্পক আরও বিকশিত করার বিষয় নিয়ে মত বিনিময় করতে ইচ্ছুক। তিনি বলেছেন, জাপান-চীন সম্পর্ক জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষীক সম্পর্কের অন্যতম। জাপান চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার ওপর গুরুত্ব আরোপ করে। জাপান চীনের সঙ্গে আরও নিবিড় সহযোগিতা গড়ে তুলতে প্রস্তুত। এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য জাপান চীনের সঙ্গে সম্মলিতভাবে প্রচেষ্টা চালাতে চায়।
প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও জোর দিয়ে বলেন, চীন দু'দেশের সম্পর্ককে গুরুত্ব দেয়। চীন সব সময় জাপানের সঙ্গে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল প্রতিবেশীমূলক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে নিয়োজিত হয়েছে। ওয়েন চিয়া পাও আশা করেন, ফুকুডা ইয়াসুওয়ের চীনের সফর শিগগিরি বাস্তবায়িতহবে। দু'পক্ষের মধ্যে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময়ও হয়েছে।
|