চীন রাশিয়ার সঙ্গে যৌথভাবে দু'দেশের কৌশলগত , সহযোগিতামূলক ও অংশিদারিত্বের সম্পর্ককে আরো গভীরে নিয়ে যেতে ইচ্ছুক । ২৭ সেপ্টেম্বর পেইচিং সফররত রাশিয়ার ফেডারেল কমিটির চেয়ারম্যান সারগেই মিরোনোভের সঙ্গে সাক্ষাতের সময় চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এ কথা বলেছেন ।
ওয়েন চিয়া পাও বলেছেন , এবছর দু'দেশের মধ্যে কৌশলগত , সহযোগিতামূলক ও অংশিদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার দ্বিতীয় দশকের প্রথম বর্ষ । গত দশ বছরে দু'দেশের সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে । তিনি বলেন , বর্তমানে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক সাফল্যের সঙ্গে প্রসারিত হচ্ছে । (থান ইয়াও খাং)
|