কোরীয় উপ-দ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্তষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় অধিবেশন ২৭ সেপ্টেম্বর পেইচিংএ শুরু হয়েছে। চীনের প্রতিনিধি দলের নেতা, উপ পররাষ্ট্র মন্ত্রীউ ডা উয়ে চীন সরকারের পক্ষ থেকে এই অধিবেশনে অংশ গ্রহণকারীদের স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এবারের অধিবেশন ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধিবেশন। পরর্বতী পর্যায়ের কার্যক্রম নিয়ে আলোচনা এবং তা নির্ধারণ করা এবারের অধিবেশনের প্রধান উদ্দেশ্য।
তিনি বলেছেন, এবারের অধিবেশনের জন্য বিভিন্ন পক্ষ সক্রিয় ও ফলপ্রসু প্রস্তুতিমূলক কাজ চালিয়েছে। বিভিন্ন পক্ষের মধ্যেও নিবিড় আলাপ পরামর্শ অব্যাহত ছিল।
তিনি বলেছেন, বিভিন্ন পক্ষের যৌথ উদ্যোগে ছ'পক্ষীয় বৈঠক সঠিক দিকে এগিয়ে যাচ্ছে। এবারের বৈঠক যাতে সুষ্ঠুভাবে নতুন পর্যায়ে উন্নীত হয় সেই জন্য বিভিন্ন পক্ষকে সম্মলিতভাবে চেষ্টা করতে হবে।
অধিবেশন শুরু হওয়ার আগে চীন ও যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এবং চীন ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ হয়েছে। একই দিন সন্ধ্যায় উ ডা উয়ে বিভিন্ন পক্ষের প্রতিনিধি দলের সম্মানেএক ভোজসভার আয়োজন করেছেন।
|