এ বছরের প্রথমার্ধে ব্যাংকিং ক্ষেত্র ছাড়া চীনের অন্যান্য বৈদেশিক পুঁজি বিনিয়োগের পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়ে ৭.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ।
খবরে প্রকাশ , গত কয়েক বছরে চীনের বৈদেশিক পুঁজি বিনিয়োগের ক্ষেত্র অব্যাহতভাবে প্রশস্ত হয়ে উঠেছে । চীনের বৈদেশিক পুঁজি বিনিয়োগের ক্ষেত্র প্রথম দিকের বৈদেশিক বাণিজ্য , মাল পরিবহন ও রেস্তোরাঁর পরিবর্তে প্রক্রিয়াকরণ , জ্বালানী সম্পদের ব্যবহার , প্রকল্প নির্মাণ , কৃষি সহযোগিতা , গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়েছে । ভবিষ্যতে চীন পুঁজি বিনিয়োগ , বৈদেশিক মুদ্রা , বীমা ব্যবস্থা ও কর আদায়সহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশে পুঁজি বিনিয়োগের জন্য চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোকে উত্সাহ দেয়ার নীতি প্রণয়ন করবে । (থান ইয়াও খাং)
|