চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ২৭ সেপ্টেম্বর পেইচিং-এ বলেছেন, সম্প্রতি চীন উঃ কোরিয়ায় সরবরাহ করা ৫০ হাজার টন ভারী তেল সেখানে পৌঁছেছে।
এ দিন অনুষ্ঠিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, চীন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সার্বিকভাবে যৌথ বিবৃতিকে কার্যকর করতে ইচ্ছুক। যাতে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠককে অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
এ দিন বিকালে শুরু হওয়া ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলন সম্পর্কে তিনি বলেছেন, এবারের সম্মেলনের লক্ষ্য হচ্ছে আগামী পর্যায়ের তত্পরতা নিয়ে গভীর আলোচনা করা। তিনি আশা করেন, সংশ্লিষ্ট পক্ষ অব্যাহতভাবে ইতিবাচক দৃষ্টিভংগী নিয়ে তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। যাতে সম্মেলনে অগ্রগতি অর্জন করা যায়। ( খোং চিয়া চিয়া)
|