চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং সিন পেই ২৭ পেইচিং-এ বলেছেন, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ওয়াল-মার্ট, ক্যারিফোর ও মেট্রোর সঙ্গে চীনের পণদ্রব্যের গুণগত মান নিয়ে আলোচনা করেছে। উপর্যুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনের পণদ্রব্যের গুণগত মানের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।
জানা গেছে, এই তিনটি খুচরা-বিক্রয়কারী শিল্পপ্রতিষ্ঠান বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে তাদের ক্রয় করা প্রধান পণ্যদ্রব্য হচ্ছে নিত্য-ব্যবহার্য্য রসায়নিক দ্রব্য, খেলনা, খাদ্যদ্রব্য ও কৃষিজতি দ্রব্য। এর মধ্যে অধিকাংশই রপ্তানির জন্য এবং এ হার ৯৯ শতাংশেরও বেশী। এ কারণে ওয়াল-মার্ট তাদের ক্রয় অফিস চীনে স্থাপন করেছে। মেট্রো ও ক্যারিফোরও বলেছে, তারা আরো বেশী চীনের পণ্যদ্রব্য বিদেশী বাজারে রপ্তানি করতে ইচ্ছুক। (খোং চিয়া চিয়া)
|