চীনের অর্থনীতি দ্রুতভাবে বৃদ্ধি পাওয়ার কারণে চীনের ওপর যুক্তরাষ্ট্রের বাসস্থান কেনা বিষয়ক মরগিজ ঋণ সংকটের প্রভাব সীমিত । ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ পুঁজি বিনিয়োগকারী সংস্থা- মরগেন স্ট্যানলি কোম্পানির এশিয়া অঞ্চলের চেয়ারম্যান স্টিফেন রোচ এ মত প্রকাশ করেছেন ।
তিনি বলেন , যুক্তরাষ্ট্রের বাসস্থান কেনা বিষয়ক মরগিজ ঋণের সংকটে ভিন্ন দেশ ও অঞ্চলের ক্ষতিও ভিন্ন । এটা যার যার অর্থনৈতিক কাঠামোর দিক থেকে দেখতে হবে । চীনে এ সংকটের কারণে কম ক্ষতি হয়েছে । কারণ চীনের অর্থনীতি দ্রুতভাবে বাড়ছে । (থান ইয়াও খাং)
|