|
|
(GMT+08:00)
2007-09-26 19:56:04
|
বিদেশী নেতৃবৃন্দের সঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাত
cri
চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে জি ২৫ সেপ্টেম্বর নিউইয়ার্কে আলাদা আলাদাভাবে সুইজল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী মিছেলিন কামি রে , কঙ্গোরপ্রেসিডেন্ট জোসেফ কাবিলা, ইতালির পররাষ্ট্র মন্ত্রী মাসিমো ডালেমা এবং লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রী আবদুল রাহমান সালগামের সঙ্গে সাক্ষাত করেছেন। সুইজল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি বলেছেন, চীন সুইজল্যান্ডের সঙ্গে রাজনীতি ক্ষেত্রের পারষ্পরিক আস্থা বাড়ানো , দু'পক্ষের সহযোগিতা প্রসারিত করা এবং বহুমুখী ক্ষেত্রের আলাপ-পরামর্শ জোরদার করতে ইচ্ছুক। সুইজাল্যান্ডে পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, সুইজল্যান্ট চীনের সঙ্গে সংলাপ জোরদার করতে সংকল্পবদ্ধ। একই দিন চীনের পররাষ্ট্র মন্ত্রী ক্যালেবি অঞ্চলে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী কয়েকটি দেশের পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি চীনের সঙ্গে সে সব দেশের সম্পর্কের উপর গুরুত্ব আরোপের কথা আরেক বার ব্যক্ত করেছেন।
|
|
|