|
 |
(GMT+08:00)
2007-09-26 19:07:05
|
চীন-নেপাল সড়কপথের সংস্কার কাজ শুরু
cri
চীন থেকে নেপাল গামী তিব্বতের গাংগা থেকে নিয়েলান পযর্ন্ত সড়কপথের সংস্কার কাজ ২৫ সেপ্টেম্বর শুরু হয়েছে। সংস্কারাধীন এ সড়কপথ হিমালয় পবর্তমালার মাঝাখানে অবস্থিত। এর দৈর্ঘ্য ১৪০ কিলোমিটাররেও বেশী। এ প্রকল্পে প্রায় ৪০ কোটিও বেশী ইউয়েন রেন মিন পির বরাদ্দকরা হয়েছে। এই অংশের সড়কপথ পথের তৈরী । সড়কের অবস্থা ভাল না। বৃষ্টির কারনে মাঝে মাঝে সড়ক বিছিন্ন হয়ে যায় । সংস্কার কাজ শেষ হওয়ার পর গাড়ীর গতি বতর্মানেঘন্টায় ২০ কিলোমিটার থেকে বেড়ে ঘন্টায় ৪০ কিলোমিটারের কাছাকিছি হবে। জানা গেছে, চীন-নেপাল সড়কপথের চীনের অংশগুলো পুরোপুরিভাবে বিটুমিন দিয়ে কার্পেটিংকরা হবে।
|
|
|