v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-26 18:54:08    
দ্বাদশ বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস সাংহাইয়ে শুরু  হতে যাচ্ছ

cri
    ২০০৭ সালের বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস ২রা অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হবে । শুরুর তিন মাস আগে গ্রীসের এথেন্সের এক্রপোলিসে বিশেষ অলিম্পিক গেমসের মশাল প্রজ্জ্বলনেরপর তা পাঁচটি মহাদেশের বিভিন্ন দেশ ঘুরে ২৬ সেপ্টেম্বর চীনে এসে পৌছেছে ।

    এ দিন রাত আটটায় চীনের রাজধানী পেইচিংয়ের উত্তর উপকন্ঠের চু ইয়োন কুয়ান মহাপ্রাচীরকে আলোকসজ্জার মাধ্যমে সুন্দরভাবে সাজানো হয়েছে । বিশেষ অলিম্পিক গেমসের পবিত্র মশালকে স্বাগত জানানোর জন্য স্বাগতিক দেশ চীনসহ বিশ্বের ১৪০ টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা এখানে সমবেত হন ।

    আনন্দমুখর পরিবেশে সুমধুর সুরের সঙ্গে সঙ্গে চীনের ও বিদেশের এক শ'রও বেশি পুলিশ হাতে বিশেষ অলিম্পিক গেমসের মশাল ধরে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন । চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য , চীনের কেন্দ্রীয় শৃঙ্খলা তত্ত্বাবধান কমিটির সম্পাদক উ কুয়ান চেন মশালবাহি পুলিশের হাত থেকে মশালের পবিত্র আগুন দিয়ে সুউচ্চ বেদিতে স্থাপিত মশাল জ্বালিয়ে দেন এবং বিশেষ অলিম্পিক গেমসের চীনের মশাল হস্তান্তর কর্মসূচীর মাধ্যমে চীনের বিভিন্ন শহরে ঘোরার সূচনা ঘোষণা করেন । তিনি বলেছেন ২০০৭ সালের বিশ্ব গ্রীষ্মকালীণ বিশেষ অলিম্পিক গেমসে চীনের মশাল হস্তান্তর এখন থেকে শুরু হলো ।

    বিশেষ অলিম্পিক গেমস হল অলিম্পিকের আদর্শ অনুযায়ী মানসিক প্রতিবন্ধী খেলোয়াড়দের প্রতিযোগিতা । বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস প্রতি দু' বছর অন্তর একবার অনুষ্ঠিত হয় । বিশেষ অলিম্পিক গেমসের গ্রীষ্মকালীন গেমস ও শীতকালীন গেমস পালাক্রমে অনুষ্ঠিত হয় । এ বছরের ২রা অক্টোবর থেকে ১১ ই অক্টোবর পর্যন্ত দ্বাদশ বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হচ্ছে । বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস এই প্রথমবার এশিয়ার একটি উন্নয়নশীল দেশে অনুষ্ঠিত হচ্ছে । বিশ্বের ১৬০টি দেশ ও অঞ্চলের প্রায় দশ হাজার খেলোয়াড় ও কোচ ছাড়াও বিশ হাজার খেলোয়াড়ের অভিভাবক , অতিথি ও স্বেচ্ছাসেবক এ গেমসে অংশ নেবে । চীন সরকার ও সাংহাই পৌর সরকার এই বিশেষ অলিম্পিক গেমসের জন্য অনেক কাজ করেছে । বর্তমানে গেমসের প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে । মশাল স্বাগত অনুষ্ঠানে চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়ান ইয়ু বলেছেন , চীনে প্রতিবন্ধীদের সংখ্যা ৮ কোটি ২৯লাখ ৬০ হাজার , এদের মধ্যে মানসিক প্রতিবন্ধীর সংখ্যা ৯৯ লাখেরও বেশি । চীন সরকার প্রতিবন্ধীদের সাহায্য করার কাজের ওপর গুরুত্ব দেয় এবং তাদের স্বাস্থ্য রক্ষা , শিক্ষা , কর্মসংস্থান ও জীবনযাত্রার অসুবিধা দূর করার জন্য অনেক ব্যবস্থা নিয়েছে । আমি বিশ্বাস করি , বর্তমান বিশেষ অলিম্পিক গেমসের মাধ্যমে চীনের প্রতিবন্ধীদের অধিকার ও স্বার্থ রক্ষার কাজের নতুন দিগন্ত উন্মোচিত হবে ।

    পুলিশদের মশাল ধরে দৌড় দেয়া বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের একটি ঐতিহ্য । এ উদ্দেশ্য হল বিশেষ অলিম্পিক গেমস প্রচারের মধ্য প্রতিবন্ধীদের প্রতি গোটা সমাজের দৃষ্টি আকর্ষন করা ।

    চীনের নারী খেলোয়াড় মা ইয়ুন লি অনুষ্ঠানে বলেছেন , আমার নাম মা ইয়ুন লি । আমি চীনের প্রতিবন্ধী খেলোয়াড়দের পক্ষ থেকে বিশেষ অলিম্পিক গেমসের পবিত্র মশালকে স্বাগত জানাই । বিশেষ অলিম্পিক গেমস আমাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসে , এতে আমাদের সঙ্গে আমাদের বাবা মাও অনেক আনন্দ বোধ করেন । আরো কয়েক দিন পর সাংহাই বিশেষ অলিম্পিক গেমস শুরু হবে । আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না । আমাদের শ্লোগান হল আপনি পারবেন , আমিও পারব ।

    এর আগে পুলিশদের মশাল দৌড় শুধু বিশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠানের শহরেই অনুষ্ঠিত হয় । এ বছরের গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমসের মশাল দৌড় বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে । বিশেষ অলিম্পিকের মশাল এথেন্স থেকে লন্ডন , কায়রো , ওয়াশিংটন , টোকিও , সিউল ও সিডনী হয়ে পেইচিংয়ে পৌছেছে । চীনে এ মশাল হারবিন ও তালিয়েনসহ ১১টি শহরেই ঘুরবে ।